শেখ হাসিনা বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি সন্ত্রাসী সংগঠন। বিএনপি জানে নির্বাচনে গেলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও জামায়াতের সমাবেশের সংবাদ সংগ্রহের সময় বেশ কয়েকজন সাংবাদিক আহন হন। সেসব সাংবাদিক আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে সরকারপ্রধানের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন শেখ হাসিনা। আর বলেন, ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর বিএনপি-জামায়াতের পরিকল্পিত হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। হামলাকারীদের হুকুমদাতাদেরও বিচার করা হবে।
এ সময় সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও সমমনা দলগুলোর সমাবেশের সংবাদ সংগ্রহের সময় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।