বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার হামলার কথা এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন।
দিদার জানান, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে লিফলেট বিতরণ শেষে কর্মী সমর্থকদের বিদায় দেওয়ার পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় সঙ্গে থাকা বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন।
শামসুদ্দিন দিদারের অভিযোগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে এই হামলার ঘটনা ঘটায়।
Drop your comments: