![InShot_20220424_144125764](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220424_144125764-scaled.jpg)
বিএনপি নেতাদের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রদূত ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মূলত তুরস্কর রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। জিয়াউর রহমানের সময় তুরস্কের সঙ্গে দুই দেশের সম্পর্ক সৃষ্টি হয়েছিল। দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলাদেশের সার্বিক অবস্থার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে।
বিএনপি নির্বাচনে যাবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করব।উল্লেখ্য, এরআগে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।