বিএনপির বিরুদ্ধে দেশ বিক্রির কোনো অভিযোগ নেই, আওয়ামী লীগই সব দিয়ে দেয়। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তুলে নিয়ে জোর করে নির্বাচনে অংশ নেয়ার চাপ দেয়া হচ্ছে। সেন্টমার্টিন ও গ্যাস বিক্রি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য, বানোয়াট বলে মন্তব্য করেন তিনি।
তিন বলেন, দেশের এক ইঞ্চি মাটিও কাউকে দিতে চায় না বিএনপি। বিএনপির শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বাধাকে রাষ্ট্রদ্রোহের সামিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
Drop your comments: