বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানের বালাঘাটা আইডিয়াল স্কুলের আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরীদের নিয়ে বাইসাইকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনটি বিএনকেএস এর বাস্তবায়নে উন্নয়ন সহযোগী সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশের অর্থ সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
০৬ মার্চ (সোমবার) বালাঘাটা আইডিয়াল স্কুলের ১শত ২০জন কিশোর-কিশোরীদের নিয়ে বাইসাইকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় ক্যাম্পেইনে মূল আলোচনা মধ্যে নারী ও মেয়ে শিশুর প্রতি নির্যাতন বন্ধ করা, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে ক্ষমতায়ন বাড়ানো বিষয় আলোচনা করা হয়।
ক্যাম্পেইনে বিএনকেএস এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, বালাঘাটা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, বিএনকেএস এর ট্রেনিং অফিসার পারমিতা চাকমা, ফিল্ড কর্মকর্তা উমেখ্যাই মারমাসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন।