অনেক দিন থেকেই মোহামেদ সালাহকে নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ফুটবল পাড়ায়। সে গুঞ্জনে নতুন সংযুক্তি বার্সেলোনার আগ্রহ নিয়ে। অবশ্য এবারের গুঞ্জনের উৎস খোদ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। সালাহকে পেতে চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন তিনি। আর এটা শুনে বেশ আহ্লাদিত সালাহ। তবে শেষ পর্যন্ত কি হবে তা ভবিষ্যতের ওপরই ছেড়ে দিলেন লিভারপুলের এ মিশরীয় তারকা।
লিওনেল মেসিকে ছাড়া মৌসুমটা ভালো যাচ্ছে না বার্সেলোনার। ভাগ্য ফেরাতে জাভির দ্বারস্থ হয়েছে দলটি। নিতান্ত তরুণ একটি দলকে নিয়ে চলতি মৌসুমে আহামরি কিছু করে ফেলবেন এমন প্রত্যাশা নেই তাদের। তবে আগামী মৌসুমে ভালো কিছুর করার প্রত্যয় কাতালানদের। সে কারণেই তরুণদের নেতৃত্ব থাকার জন্য আক্রমণভাগে একজন প্রতিষ্ঠিত সেনানী চেয়েছেন জাভি। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ক্লাবের আর্থিক দুরবস্থার মধ্যেও প্রয়োজনীয় তহবিল দেওয়া হবে তাকে।
এদিকে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদও ক্রমেই ফুরচ্ছে সালাহর। রয়েছে আর দেড় বছর। কিন্তু এখনও চুক্তি নবায়নের কোনো আলোচনা নেই। তাতে শঙ্কাটা আরও বাড়ছে। তার উপর চলতি মৌসুমে রীতিমতো উড়ছেন সালাহ। তাতে তাকে পেতে চাইবে যে কোনো দলই। লিভারপুলের হয়ে এ মৌসুমে ২০ ম্যাচ খেলে করেছেন ১৯টি গোল। আর শুধু যে গোল করছেন তাও নয়। এরমধ্যে ৯টি অ্যাসিস্টও করেছেন তিনি।
জাভির আগ্রহের সাড়া দিবেন কি-না জানতে চাইলে সালাহ বলেন, ‘আমাকে স্বাক্ষর করানোর বিষয়ে জাভির আগ্রহের বিষয়টি আমি পড়েছি। বার্সেলোনার মতো একটি দল আমাকে পেতে আগ্রহী জেনে আমি দারুণ উচ্ছ্বসিত। কিন্তু আমি লিভারপুলে খুশি এবং ভবিষ্যতে কী হয় তা ভবিষ্যতেই আমরা দেখব। এই মুহূর্তে, আমি প্রিমিয়ার লিগে থাকতেই পছন্দ করি কারণ এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী লীগ।’
লিভারপুলের সুখি থাকলে চুক্তি নবায়ন কেন করছেন না তার ব্যাখ্যাও দিয়েছেন এ মিশরীয় তারকা, ‘আমি এটি বেশ কয়েকবার বলেছি: সিদ্ধান্ত যদি আমার উপরই থাকে, তাহলে আমি লিভারপুলে থাকতে চাই। তবে সিদ্ধান্তটি ম্যানেজমেন্টের হাতে এবং তাদেরই এই সমস্যার সমাধান করতে হবে। চুক্তির জন্য আমাদের সমঝোতায় পৌঁছাতে হবে। এটা তাদের ওপর নির্ভর করে। আপনার আর্থিক ব্যাপারে ক্লাব কতোটা মেনে নেয় এবং থাকার জন্য তারা কি কিছু করতে প্রস্তুত। সিদ্ধান্তটি শুধুমাত্র আর্থিক বিষয়গুলোর উপর নির্ভরশীল নয়।’