বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ না করার জন্য অনুরোধ জানিয়েছে বান্দরবান জেলা প্রশাসন ।
রবিবার (৬ অক্টোবর) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অনিবার্য কারণবশত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণপ্রত্যাশী পর্যটকদের বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
আরো জানা যায়, রাঙামাটি ও খাগড়াছড়িতে সম্প্রতি সময়ে সংগঠিত সহিংসতায় ৫ জন নিহত ও আহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Drop your comments: