বাসুদেব বিশ্বাস,বান্দরবান: “শীতার্ত মানুষের জন্য উষ্ণতার ডাক দিয়ে পাহাড়ের মানুষের পাশে ১৭”প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের বিভিন্ন দূর্গম এলাকায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বান্দরবানের এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন ইয়ুথ অ্যালায়েন্স ১৭।
বান্দরবান জেলার রুমা উপজেলার বিভিন্ন পাড়াতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় আয়োজকেরা বলেন,এই উদ্যোগের লক্ষ্যে ছিল দুর্গম অঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে উষ্ণতার বার্তা পৌঁছে দেওয়া। এসময় আরো বলেন,তীব্র শীতে পাহাড়ের বিভিন্ন দূর্গম এলাকার মানুষ কষ্ট পাচ্ছে,তাদের কষ্ট নিরসনের জন্য আমরা এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ইয়ুথ অ্যালায়েন্স ১৭ নামের একটি সংগঠন প্রতিষ্টা করেছি,আজ সেই সংগঠনের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শীতার্তদের পাশে দাঁড়ালাম। আগামীতে দেশ ও জাতির কল্যাণে ইয়ুথ অ্যালায়েন্স ১৭ মানুষের পাশে থাকা প্রত্যাশা জানান। এসময় বক্তারা আরো বলেন,ইয়ুথ অ্যালায়েন্স ১৭ শুধুমাত্র মানবিক সহায়তায় থেমে থাকবে না। তারা ভবিষ্যতে বান্দরবানের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার পরিকল্পনা নিয়েছে। শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা, এবং দুর্গম অঞ্চলে জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী কার্যক্রম গ্রহণের মাধ্যমে সংগঠনটি পার্বত্য অঞ্চলের উন্নয়নমূলক কাজেও অংশগ্রহণ করবে।
এসময় রুমা উপজেলার রাংম্রাং পাড়া,নতুন রন্জু পাড়া,রুইফ পাড়া,কিলাই পাড়া,সীতা পাহাড় পাড়াসহ বিভিন্ন দুর্গম পাড়ার ১৩৫টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, টুপি, মোজা, সোয়েটার এবং জ্যাকেট বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন,ইয়ুথ আ্যালায়েন্সের সদস্য জুনায়েদ সাইম,খালিদ বিন নজরুল, খালেদ বিন মাহাবুব, আবসার উদ্দিন, নুম্যউ মার্মা,মনতা তঞ্চ্যাঙ্গা, তারেকুল ইসলাম, মিজানুর রহমান, ইউসুফ, শাওন বড়ুয়া সহ সংগঠনের সদস্যরা