![CE](https://banglaexpressonline.com/wp-content/uploads/2025/02/CE-1024x576.jpg)
বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকালে জেলার ঐতিহ্যবাহী রাজার মাঠে বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো.জসিম উদ্দিন তুষারের সভাপতিত্বে এসময় উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্ধোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বান্দরবান জেলার নব গঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব ও বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েসনের সভাপতি মোঃ জাবেদ রেজা।
এসময় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা রিটল বিশ্বাস, শাহাদাত হোসেন, চনুমং মার্মা, ক্রীড়াবিদ মো.রফিকুল ইসলাম,নাছিরুল আলম,মাহফুজুর রশীদ বাচ্চুসহ বিভিন্ন ক্রীড়াপ্রেমী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে মাইদং ত্রিপুরা একাদশ ফুটবল দল ভিক্টোরিয়ার্স ভাইকিংস একাদশের মেকাবেলা করে। আর টান টান উত্তেজনাপূর্ন এই খেলায় মাইদং ত্রিপুরা একাদশ ৫-০ গোলে ভিক্টোরিয়ার্স ভাইকিংস একাদশ ফুটবল দলকে পরাজিত করে।
এবারের শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলা ও উপজেলার মোট ১২টি দল অংশগ্রহণ করছে আর আগামী ১৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।