বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পূরবী বার্মিজ মার্কেট সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার বিকাল ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানান, বান্দরবান বাজারের পূরবী বার্মিজ মার্কেটে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে মার্কেটের একটি ওষুধের দোকানসহ বার্মিজ ও স্থানীয় ঐতিহ্যবাহী পাহাড়ি পোশাকসহ বিভিন্ন জিনিসপত্রের ২৪টি দোকান।
আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী মাস্টার বার্মিজ মাকের্ট এবং আশপাশের বেশকিছু ঘরবাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় জনতা দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী মার্কেটের স্বত্বাধিকারী জলিমং মারমা বলেন, পূরবী মার্কেটের পশ্চিম পাশের কোনো দোকান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে মার্কেটের সব দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। পার্শ্ববর্তী আমাদের মাস্টার মার্কেটেরও বেশকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূরবী মার্কেটের স্বত্বাধিকারী রাজেস্বর দাস বলেন, আগুনের খবর পেয়ে ছুটে এসেছি। সম্পূর্ণ মার্কেটটি পুড়ে গেছে। মার্কেটে ২৪টি বিভিন্ন পণ্যের দোকান ছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত করতে বলতে পারছি না।
পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী বলেন, আগুনে মার্কেটের ২৪টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, পৌরসভার স্বেচ্ছাসেবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কোনো প্রাণহাণির ঘটনা ঘটেনি।
বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাকরিয়া হায়দার জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা স্থানীয় সেনাবাহিনী, পুলিশ, স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।