বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উর্দ্ধমুখী ভবন, ৪৫ লক্ষ টাকা ব্যয়ে মেঘলা পেট্রোল পাম্প এর জায়গায় মার্কেট ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৯০ লক্ষ টাকা ব্যয়ে মেঘলা সৎসঙ্গ বিহার এর ফলক উন্মোচন করে উদ্বোধন করেন।
এসময় মেঘলা সৎসঙ্গ বিহার প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে পার্বত্য এলাকা উন্নয়নের জোয়ারে ভাসছে। আর এই সরকারের আমলে সকল ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে। পার্বত্য মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য অঞ্চলে যেভাবে উন্নয়ন কাজ হয়েছে তার সুফল পাচ্ছে পাহাড়ের জনগণ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।