বাসুদেব বিশ্বাস,বান্দরবান: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী “ তারুন্যের উৎসব ২০২৫ ” উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি হলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
এসময় পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এস মঞ্জুরুল হক, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্র্রনিক মিডিয়ার সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় বালক দলে বান্দরবান পৌরসভা ফুটবল দল রুমা উপজেলা ফুটবল দলের মোকাবেলা করে আর খেলায় বান্দরবান পৌরসভা ফুটবল দল ১-০ গোলে রুমা উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। অন্যদিকে বালিকাদের খেলায় বান্দরবান পৌরসভা ফুটবল দল ২-০ গোলে থানচি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।
এবারে ফুটবল টুর্নামেন্টে বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ১টি পৌরসভার মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।