March 30, 2023, 10:31 am

বান্দরবানে অটিজম ও নিউরো-ডেভলপমেন্ট ডিজএব্যাবিলিটিজ বিষয়ক আলোচনা

  • Last update: Tuesday, March 14, 2023

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: দেশের অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের শিক্ষার ন্যায্য ও সমঅধিকার নিশ্চিতকরণে আন্তর্জাতিক মানের একটি জাতীয় অটিজম একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে বান্দরবানে অটিজম ও নিউরো-ডেভলপমেন্ট ডিজএব্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক জেলা পর্যায়ে মুক্ত আলোচনা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ (মঙ্গলবার) ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজএব্যাবিলিটিজ এর আয়োজনে বান্দরবান ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা পর্যায়ের মুক্ত আলোচনা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

Advertisements

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ। অনুষ্ঠানে বান্দরবান জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা,ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার আলবার্ট রত্নসহ ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় মুক্ত আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নানা ধরণের কাজ করে যাচ্ছে আর ২০৩০ সালের মধ্যে সকল ছেলে ও মেয়ে যাতে প্রাসঙ্গিক, কার্যকর ও ফলপ্রসূ অবৈতনিক,সমতাভিত্তিক ও গুণগত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারে তা নিশ্চিত করার জন্য সরকার সচেষ্ট রয়েছে। এসময় বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপ এর মাধ্যমে অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাগ্রস্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়ন হচ্ছে আর আগামীতে তাদের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

Advertisements

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে আর সে সাথে সাথে সমতলের পাশাপাশি পার্বত্য এলাকায় শিক্ষার প্রসার ঘটেছে বহুগুণ। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আর পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নিরলস প্রচেষ্টায় বান্দরবানে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেছে আর তার ফলে পার্বত্য জেলাগুলোর শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC