বাসুদেব বিশ্বাস, বান্দরবান: চারদিনের সরকারী সফরে বান্দরবান গিয়ে শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সফরে গিয়ে সাম্প্রতিক বন্যায় বান্দরবানের রোয়াংছড়ি-রুমা সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব মো.মশিউর রহমান এনডিসি।
এসময় পার্বত্য অঞ্চলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা দূরীকরণে বিজ্ঞানসম্মত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করে পার্বত্য সচিব ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ করার ওপর গুরুত্বআরোপ করেন।
সফরের প্রথমদিনে বান্দরবানের রোয়াংছড়ি-রুমা সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন দফতরের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন পার্বত্য সচিব।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মো.জসিম উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন,নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খোরশেদ আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজুয়ান খানসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।