শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে গ্ৰেফতারি পরোয়ানাভুক্ত আসামীসহ ১১ জনকে গ্ৰেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।।
গত-(১৬ এপ্রিল) শনিবার দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিকনির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই অমিতাব দাস তালুকদার, এসআই শামছুল ইসলাম, এসআই সবুজ কুমার নাইডু, এএসআই মহসিন মিজি, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
মাতাপুর গ্ৰামের আক্তার আলীর ছেলে সমছু মিয়াকে, ইনাতখানী গ্ৰামের মৃতঃ আব্দুল হামিদের ছেলে মোতাব্বির হোসেন, সুন্দরপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে জালাল মিয়া (৪০)কে, মধুখানী গ্ৰামের মৃতঃ রানা মিয়ার ছেলে হানু মিয়া, ৫। খোকন মিয়া, পিতা- মৃত গোলাম তৌহিদ ৬। জয় মিয়া, পিতা- খোকন মিয়া ৭। আফিয়া বেগম, স্বামী- মৃত গোলাম তৌহিদ ৮। মহিমা, স্বামী- খোকন মিয়া ৯। জোসনা বেগম, স্বামী- ইউসুফ মিয়া, সর্বসাং- ঢালিমহল্লা, সর্বথানা- বানিয়াচং।
নিয়মিত মামলার আসামী গুনই গ্ৰামের আঃ রহিমের ছেলে হাবিবুর রহমান হাবিব (৩০) ও মহিবুর রহমানকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। তিনি আরো বলেন, সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।