শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২১-২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচালার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। (৩০ জুন) বৃহস্পতিবার বেলা ১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বানিয়াচং এর আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উক্ত কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষিকে কেন্দ্র করেই এদের মানুষ জীবন -জীবিকা নির্বাহ করে থাকেন। তিনি কংগ্রেসে উপস্থিত কৃষক-কৃষাণীর উদ্দেশ্যে আরো বলেন, কৃষিকে সমৃদ্ধ করতে পারলেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। তাই আপনারা নিয়মিত কৃষি অফিসে আসুন, কৃষি সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ নিন, এবং কৃষি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান, ইউপি সদস্য শামীমা আক্তার, সাংবাদিক হৃদয় খান,উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।