শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। একজনের নাম রামিম মিয়া (১৬) অপরজনের নাম উসমান তালুকদার (২৬) প্রথম ঘটনা ঘটে দুপুর ১টায় অপর ঘটনা ঘটে দুপুর ২টায়।
গতকাল মঙ্গলবার ৭ জুন দুপুর ১টায় বজ্রপাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মৃত্যুবরণ করে রামিম মিয়া।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আরকান মিয়ার পুত্র রামিম মিয়া বাড়ির পাশে খেলাধূলা করছিলো।
বৃষ্টিহীন মেঘলা পরিবেশে আকস্মিক বজ্রের আওয়াজ শুনে পাশের পুকুরে লাফ দেয় রামিম। তবু বজ্রঘাত থেকে রেহাই পায়নি নিহত রামিম মিয়া।
আহত অবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
অপর নিহত উসমান তালুকদার বানিয়াচং উপজেলার ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামের আমীর হোসেন তালুকদারের পুত্র। নিহত উসমান তালুকদার বাড়ির পাশের হাওরে গরু চড়ানোর সময় দুপুর ২টায় বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে ইউপি সদস্য নাছির চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি এলাকার বাইরে আছি । তবে ওই কিশোরের মৃত্যুর বিষয়টি দুঃখজনক।
এ ব্যাপারে বানিয়াচং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি দুঃখজনক। নিহতদের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।