শাহ সুমন, (বানিয়াচং) প্রতিনিধিঃ বানিয়াচং প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২’ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
(১৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১টায় বানিয়াচং প্রশাসনের মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও সঞ্চালনা করেন মলয় কুমার দাশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের কর্মকর্তা পদ্মাসন সিংহ, মহিলা চেয়ারম্যান হাসিনা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা চেয়ারম্যান আহাদ মিয়া, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল ফয়েজ, শিব্বির আহমেদ আরজু, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক নূরুল ইসলাম, শাহ সুমন, প্রমুখ। দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে ভূমিকম্প ও অগ্নিকান্ডে বিষয়ক মহড়া নিয়ে আলোচনা করা হয়।