![InShot_20220217_162931783](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/02/InShot_20220217_162931783-scaled.jpg)
শাহ সুমন, বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদ্ যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
(১৭ ফেব্রুয়ারি)রোজ বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সঞ্চালনা ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাঁদের আত্নার মাগফেরাত কামনা করি।পাশাপাশি ২১ শে ফেব্রুয়ারি উদ্ যাপন উপলক্ষে আগত সকল সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
উক্ত সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্ যাপন উপলক্ষে সরকারি স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাকন প্রতিযোগিতা,ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান,একুশে বইমেলা, ইত্যাদি আয়োজনের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত প্রস্তুতি মূলকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, প্রভাষক ফয়সল আহমেদ, ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তখলিছুর রহমান,আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান প্রমুখ।