শাহ সুমন, বানিয়াচং থেকে: বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্যা চলাকালীন সমেয় ও আইন- শৃঙ্খলা ব্যাবস্থা স্বাভাবিক থাকায় আইন-শৃংখলা কমিটির সদস্যগন সন্তোষ প্রকাশ করেছেন।
২৮ জুন মংগলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, হিন্দু কমিউনিটি নেতা বিপুল ভূষণ রায়, অধ্যক্ষ স্বপন কুমার দাস।
Drop your comments: