![InShot_20220814_185210616](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/08/InShot_20220814_185210616-scaled.jpg)
শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে সাত কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
গত (১৩ আগষ্ট) শনিবার ২০.১৫ ঘটিকা সময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, এর দিকনির্দেশনায় বানিয়াচং থানায় কর্মরত এসআই ওমর ফারুক, এসআই সবুজ কুমার নাইডু, এএসআই মহসিন মিজি, এএসআই হারুন রশীদ সংগীয় ফোর্সের সহায়তায় ৬ কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্ৰামের মুসলিম উল্লার ছেলে ১। শাহাব উদ্দিন(৬০)কে একই ইউনিয়নের লোহাজুরী গ্ৰামের মৃত সমন মুন্সীর ছেলে ২। মোঃ নুরুল হক (৪৫), ও ইছবপুর গ্ৰামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রহমত আলী(৪৫)কে ৭(সাত) কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, জুয়া, চুরি, ডাকাতি, মারামারি রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।