শাহ সুমন, বানিয়াচংঃ বানিয়াচংয়ে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারগরি ক্রীড়া সমিতির আয়োজনে ও বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যাবস্থাপনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।১২ জানুয়ারি সকাল ১০ টা থেকে দিনব্যাপী লোকনাথ রমন বিহারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা’র সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদ্মাসন সিংহ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাস তালুকদার, লোকনাথ রমন বিহারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী, ক্রীড়া শিক্ষক শফিউল আলম চৌধুরী, সঞ্জু দাস প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, বাগাহাতা একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদার,সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা লাল দাস,ডাঃ ইলিয়াস একাডেমির সহকারী শিক্ষক মিঠুন চন্দ্র দাশ।প্রতিযোগিতায় ৪১ টি ইভেন্টে বালক ৩ টি গ্রুপ ও বালিকারা ২ টি গ্রুপে এথলেট, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।