শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে আসন্ন ঈদুল আযহায় থানা এলাকায় চুরি.ডাকাতি,ছিনতাই,দাঙ্গা,জুয়া,বাল্য বিবাহ,নারী নির্যাতন,প্রযুক্তির অপব্যবহার ইত্যাদি অপরাধ প্রতিরোধকল্পে সচেতনমূলক বিশেষ বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার(২৬ জুন) বিকাল ৩টায় বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বানিয়াচং থানা পুলিশের উদ্যোগে সভা অনুষ্টিত হয়।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।এ সময় বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব,সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আব্দাল হোসেন খান,ওসি (তদন্ত) আবু হানিফ,মাওঃ মুখলিছুর রহমান,মুফতী আতাউর রহমান,বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া প্রমূখ।
সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন পাড়া মহল্লার সর্দার,ইউপি সদস্য ও ব্যাবসায়ীগণ উপস্থিত থেকে গণ সচেতনতামূলক বক্তব্য রাখেন।পাশাপাশি বানিয়াচং থানা পুলিশ কঠোর অবস্থানে থেকে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে বলে সভায় জানানো হয়। কাউকে কোনভাবেই আইনশৃঙ্খলার অবনতি হয় এরকম কোন কার্যকলাপ করতে দেওয়া হবেনা বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়।