শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি: শুক্রবার (২০ অক্টোবর) বানিয়াচং উপজেলা পরিষদ জামে মসজিদে জুমার নামাজের পর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়।
বক্তারা বলেন ,”সরকার” এই মর্মে সিদ্ধান্ত গ্ৰহন করেছে যে গাঁজাসহ ফিলিস্তিনিদের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার একদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হবে ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, কাজী মুফতি আতাউর রহমান, চেয়ারম্যান আহাদ মিয়া, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর, যুবলীগের সহ-সভাপতি ছায়েব আলী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, শেখ সজীব হাসান, প্রমূখ।। এলাকার ব্যাক্তিবগ উপস্থিত ছিলেন