শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচজন জুয়ারীকে গ্ৰেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ
(১৪ আগষ্ট) রবিবার ২৩.৫৫ ঘটিকার সময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর দিকনির্দেশনায় বানিয়াচং থানার কর্মরত এসআই সন্তোষ চৌধুরী, এসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন মিনাট গ্রামে অভিযান পরিচালনা করে ৫ জুয়াড়ীকে গ্রেফতার করা হয় ১। মোঃ আজিজুর রহমান @ সাইদুর (৩১) পিতা- মৃত মুরাদ আলী ২। ছিদ্দিক মিয়া (৩৫) পিতা- মৃত উকিল মিয়া ৩। মোঃ বসু মিয়া (৪৫) পিতা- জয়নাল মিয়া ৪। করম আলী(৪০) পিতা- মৃত মুনাফ মিয়া ৫। সাহানুর মিয়া (৪২) পিতা- মৃত আব্দুল কাইয়ুম, ২নং ইউ/পির পাঁচ আসামী একই গ্ৰামের জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১২,৪০০ টাকাসহ পাঁচ আসামীকে হাতে নাতে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।