শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি ঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সহযোগিতায় বানিয়াচং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শরীফখানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচি’র শুভ উদ্বোধন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল রহমান, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৪নং দক্ষিণ – পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,মুখলেছুর রহমান, সুমন চন্দ্র দাস,তাপস হোম, শাহ সুমন, প্রমূখ। বানিয়াচংয়ে ১০ দিন ব্যাপী ছাগল ও ভেড়ার প্রাণঘাতী সংক্রামক রোগ মুক্তকরণ টিকাদান কর্মসূচি’র শুভ উদ্বোধন করা হয়েছে। বানিয়াচং উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলার ১৫টি ইউনিয়নে ভ্যাকসিনেশন ক্যাম্পের মাধ্যমে ছাগল ভেড়াকে প্রাণঘাতী সংক্রামক রোগ পিপিআর মুক্তকরণের টিকাদান কর্মসূচি আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলবে।