March 30, 2023, 11:18 am

বানিয়াচংয়ে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

  • Last update: Wednesday, February 15, 2023

শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা ও অনুশীলন করতে হবে বলে বলেছেন বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।

বানিয়াচংয়ের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।এ সময় তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও মাদক সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখা যাবে।খেলাধুলা করে সফলতা অর্জন করতে পারলে নিজের ব্যাক্তিত্বর প্রকাশ ঘটানোর পাশাপাশি নিজের ও পরিবার, প্রতিষ্ঠান এবং দেশের জন্য গৌরব বয়ে আনা যায়। শশেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিকস প্রতিযোগিতা ২০২৩,শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩,কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বানিয়াচংয়ের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেছে বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থা।

Advertisements

বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান। উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও শাহী একাডেমির সভাপতি শাহিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,এডঃ মুর্শেদুজ্জামান লুকু, শিক্ষক ফজল উল্লা খান,এথলেটিক কোচ সাহেদ আলী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল চৌধুরী রিপন, বক্সিং কোচ জুয়েল রহমান, শিক্ষক বায়েজিদ আলম,শাহিনুর আলম।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুর রউফ, আবুল মনসুর তুহিন, যুবলীগ নেতা শাহজাহান মিয়া, শিক্ষক অঞ্জন দেব,সঞ্জু দাস প্রমূখ।

Advertisements
Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC