March 30, 2023, 10:27 am

বাঘের অবয়ব তৈরী করল বনবিভাগ

  • Last update: Tuesday, January 31, 2023

বাগেরহাট প্রতিনিধিঃ বিশেষজ্ঞ দল সঙ্গে নিয়ে কুমিরের অবয়ব বানিয়েছিল সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল প্রজনন কেন্দ্র। এবার তারা কোনো বিশেষজ্ঞ ছাড়া বানিয়েছেন বাঘের অবয়ব। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে একটি মৃত বাঘের হাড় ও বিভিন্ন অঙ্গ। নিজেদের চেষ্টায় এ কাজে বন বিভাগের কর্মকর্তাদের সময় লেগেছে এক বছর।

গত বছরের ২৯ জানুয়ারি সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরে বার্ধক্যজনিত কারণে একটি বাঘ মারা যায়। সেই বাঘের হাড় ও অন্যান্য অঙ্গ দিয়ে এই অবয়ব তৈরি করা হয়েছে।

Advertisements

অবয়ব তৈরিতে নেতৃত্ব দেন সুন্দরবন পূর্ব বন বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির। তাকে সহযোগিতা করেছেন বন বিভাগের বোটম্যান মোস্তাক আহমেদ, কুমির শেডের তত্ত্বাবধায়ক নিমাই রপদান ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র জামে মসজিদের ইমাম হাফেজ আবুল হাসান।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, করমজলে আগে একটি কুমিরের অবয়ব তৈরি করা হয়েছিল। সে সময় আমাদের সহযোগিতা করেন একদল বিশেষজ্ঞ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আমরা নিজেদের চেষ্টায় বাঘের অবয়ব বানিয়েছি। নিজেদের আগ্রহ থেকে এতি তৈরি করেছি। মৃত বাঘের চামড়াটি সংরক্ষণ করা হয়েছে।

Advertisements

আজাদ কবির আরও বলেন, চামড়া ও হাড় দীর্ঘস্থায়ী করতে ধাপে ধাপে নানা প্রক্রিয়া সম্পন্ন করেছি। এ কারণে সময় বেশি লেগেছে। বাঘের অবয়ব ও চামড়া দর্শনার্থীদের জন্য করমজল ইন্টারপিটিশন এবং ইনফরমেশন সেন্টারে রাখা হবে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC