বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার ১২তম সম্মেলন অনুষ্ঠিত ও কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটিতে এ্যাডভোকেট সিতা রাণী দেবনাথ কে সভাপতি ও রিজিয়া পারভীনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) বাগেরহাট এসি লাহা মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সিতারাণী দেবনাথ হয়। উক্ত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা মোহম্মদ মোসাবেবরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদ হাচান, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদা রেহানা রোজি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, কেন্দ্রীয় লিগ্যাল এইড আইনজীবি এ্যাডঃ আব্দুল সবুর, জেলা লিগ্যাল এইড আইনজীবি
এ্যাডঃ মিলন কুমার ব্যানার্জী, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য আহাদ উদ্দিন হায়দার সম্মেলনে উপস্থিত ছিলেন । সাংগঠনিক সম্পাদক
হেনা চৌধরীর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফাতেমা আহম্মেদ পারুল, বিগত দিনের কার্যক্রম তুলেধরে মূল প্রবন্দ মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া বেগম।বাগেরহাটের গ্রামীণ নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে, নারীর মানবাধিকার সমুন্নত রাখতে এবং পারিবারিক ও ব্যক্তিগত পর্যায়ে তার ব্যক্তি স্বাধীনতাবোধ সৃষ্টি করতে মহিলা পরিষদের কর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল ১০টায় অনুষ্ঠানস্থলে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন যথাক্রমে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক
এ্যাডভোকেট মাসুদা রেহানা রোজি ও জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সিতারাণী দেবনাথ। পরে তারা বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন এবং র্যালি করে শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে ঢাকা থেকে আসা নেতারা সমিতির স্থানীয় কাউন্সিলরদের নিয়ে কাউন্সিল অধিবেশনে বসেন। পরে এ্যাডভোকেট সিতা রাণী দেবনাথ কে সভাপতি ও রিজিয়া পারভীনকে সাধারন সম্পাদক করে আনুষ্ঠানিকভাবে মহিলা পরিষদের বাগেরহাট জেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।