বাগেরহাট প্রতিনিধিঃ “মহীয়সী বঙ্গমাতা চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন ন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং সেন্টারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মুহাম্মদ কাওছারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলার চেয়ারম্যান এডভোকেট শরীফা খানম।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার সদস্য জোবেদা মান্নান, হাসিনা রহমান গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেন, সহকারি প্রোগ্রামার মোঃ সোলায়মান হোসেন, মাঠ সমন্বয়কারী সালমা খানম, আশার আলো বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামাল হোসেন প্রমুখ।