বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জেরে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ জুন) সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর কাইনমারি নিহতের বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত শরীফ শেখ (২৫) একই এলাকার মৃত আঃ মালেক শেখ এর ছেলে। পারিবারিক সুত্রে জানান, পারিবারিক কলহের জেরে শরীফ আত্মহত্যা করেছে। এর আগে এদের মধ্যে পারিবারিক কলহ হলে সমাধান করা হয়।নিহত শরীফ ৭ ভাই বোনের ভিতর সবার ছোট। তার ৮/৯ মাস বয়সি একটা পুত্র সন্তান রয়েছে।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিহত শরীফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।
Drop your comments: