September 8, 2024, 7:16 am
সর্বশেষ:
মৌলভীবাজারে বকেয়া মজুরির দাবিতে চা-শ্রমিকদের প্রতিবাদ ও মানববন্ধন সোনারগাঁয়ে শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কয়রায় শহীদি মার্চ পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  জুনে মাসে বিএনপি নেতার মৃত্যু হলেও আগস্টে হত্যা দেখিয়ে মামলা প্রশ্নবিদ্ধ ৬৪ কোটি টাকা ভেসে গেলো নদীর জলে আলফাডাঙ্গায় সময়ের প্রত্যশার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা, বিজিবির হাতে আটক সাবেক ছাত্রলীগ নেতা আলফাডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়ালে নতুন দিনের ছবি আঁকছে উখিয়ার সৈকতে ভেসে এলো ডলফিন

বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচন পর্যবেক্ষক দল

  • Last update: Thursday, September 21, 2023

বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে যুক্তরাষ্ট্রের একটি আগাম নির্বাচন পর্যবেক্ষক দল। আগামী ৭ অক্টোবর এক সপ্তা‌হের জন্য ঢাকা সফরে আসছে তারা। আজ বৃহস্প‌তিবার ঢাকায় অবস্থিত মা‌র্কিন দূতাবা‌সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

ব্রায়ান শিলার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে।

তিনি ব‌লেন, প্রতিনিধিদলটি আগামী ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। প্রতি‌নি‌ধিদ‌লে ছয়জন সদস্য এবং তা‌দের সহায়তার জন্য কিছু কর্মকর্তা থাক‌বেন।

পর্যবেক্ষকদের কার্যক্রম সম্প‌র্কে ব্রায়ান শিলার ব‌লেন, তারা বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বি‌ভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের কর্তাব্যক্তি এবং ঢাকার বিভিন্ন বি‌দে‌শি মিশ‌নের কূটনী‌তিক‌দের স‌ঙ্গে কথা বল‌বেন।

তিনি ব‌লেন, সফর শেষে প্রতিনিধিদল বিবৃ‌তি দে‌বে, যাতে ইতিবাচক প্রবণতা এবং সেই স‌ঙ্গে উদ্বেগের বিষয়গু‌লো তুলে ধরা হ‌বে। পাশাপা‌শি তারা কিছু সুপা‌রিশ তু‌লে ধর‌বে। পরবর্তী‌ সময়ে তারা আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসিতে নীতিনির্ধারক এবং বাংলাদেশের নির্বাচনী অখণ্ডতা সমর্থনকারী নির্বাচনী এলাকাগুলোর সঙ্গে ধারাবাহিক ব্রিফিং এবং পরামর্শের আয়োজন করবে। য‌দিও প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের প্রাথ‌মিক ভূ‌মিকা হ‌লো নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনী প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য প্রদান করা।

মার্কিন দূতাবাসের মুখপাত্র ব‌লেন, সর্বোপরি বাংলাদেশের জাতীয় নির্বাচ‌নের দিন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠা‌বে কি না, তা নির্ধারণ করা হ‌বে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC