সংযুক্ত আরব আমিরাতের জাতীয় এয়ারলাইনস আল এতিহাদ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ফ্লাইট স্থগিতাদেশ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
গতকাল ঢাকা, মুম্বাই, করাচির ফ্লাইটের স্থগিতাদেশ বৃদ্ধির সংবাদ জানায় স্থানীয় গণমাধ্যম। তাতে বলা হয় যাত্রীদের ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিতাদেশ বহাল থাকবে।
উল্লেখ্য, এমিরেটস এয়ারলাইনস ২১ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে।
তবে কূটনীতিক, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক বা গোল্ডেন ভিসাধারিরা আমিরাতে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে অবশ্যই ৪৮ ঘন্টা পূর্বে পিসিআর পরীক্ষা করাতে হবে।
Drop your comments: