সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২১ আগস্ট শনিবার সমিতির বঙ্গবন্ধু হল রুমে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ বাশার। সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
এসময় রাষ্ট্রদূত আবু জাফর বলেন, বঙ্গবন্ধু মানেই স্বনির্ভর বাংলাদেশ। দেশের অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক উন্নতির পেছনে বঙ্গবন্ধু কন্যা যে ভূমিকা রেখে যাচ্ছেন তা আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বহির্বিশ্বে বাণিজ্যিক সম্পর্ক দিনদিন বেড়েই চলছে।
তিনি আরও বলেন, দেশে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে সরকার কাজ করছে। ইতোমধ্যে আমিরাতের সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। বিমানবন্দরে রেপিড পিসিআর টেস্টের বুথ স্থাপনের ব্যাপারে প্রবাসী কল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে। এছাড়াও আমিরাতে কর্মী নিয়োগের ক্ষেত্রে দেশে প্রশিক্ষণের ব্যাপারেও কথা বলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।