‘নির্বাচন নিয়ে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন আপনারা। বাংলাদেশে ডামি প্রতারণার নির্বাচন আয়োজন করতে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে।’
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় আনাম র্যাংগস প্লাজা শপিং মলের বিপরীতে কাঁচাবাজার ও আশপাশে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে তাদের দিয়ে হস্তক্ষেপ করাতে বাধ্য করছেন আপনারা। কিন্তু আপনাদের শেষ রক্ষা হবে না। ডামি ও ইমিটেশনের নির্বাচন দেশের জনগণসহ বিশ্ববাসী মেনে নেবে না।’
নির্বাচনের নামে আওয়ামী লীগ জনগণকে ভেলকিবাজি দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘এরা জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। নির্বাচনের নামে ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই ভোটকেন্দ্রে না গিয়ে বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।’ গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা।