বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাসহ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
মঙ্গলবার (৩১ মে) সকালে প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিকাব টকে এমনটাই জানান তিনি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই মুহূর্তে বাংলাদেশকে আর কোনো নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র। তবে পিটার হাস বলেন, মানবাধিকার রক্ষায় অভিযুক্ত সংস্থাগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। এছাড়া নতুন করে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সে বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখবে।
দক্ষিণ এশীয় আঞ্চলিক অস্থিরতার বিষয়ে পিটার হাস বলেন, বাংলাদেশে কখনোই শ্রীলংকা মত পরিস্থিতি তৈরি হবে না। এদেশের অর্থনীতি শক্ত অবস্থানে রয়েছে।
Drop your comments: