পেঁয়াজ রপ্তানি বন্ধ করা নিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। এতে বলা হয়, পদ্মার ইলিশ দেয়ার দিনেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাংলাদেশের কয়েকটি স্থানে এর দাম বেড়েছে কয়েকগুণ। এ নিয়ে দেশটির জনগণ ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন।
‘পদ্মার ইলিশ দিয়েই হারাতে হল পেঁয়াজ! ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ’ এমন শিরোনামে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম জি২৪ ঘণ্টা একটি খবর প্রকাশ করেছে।
জি২৪ এর খবরে বলা হয়েছে, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাংলাদেশে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাংলাদেশি জনগণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে।
বলা হচ্ছে, ভারতে ইলিশ পাঠানোর কী দরকার ছিল বাংলাদেশের! যেখানে ভারত এই নিয়ে পর পর দুবছর পেঁয়াজ রপ্তানি বন্ধ করল! তা হলে আর সুসম্পর্ক বজায় রাখার প্রশ্ন আসছে কোথা থেকে!