March 21, 2023, 4:20 pm

বাংলাদেশকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানালো আর্জেন্টিনা

  • Last update: Thursday, January 5, 2023

কাতার বিশ্বকাপ জিতে পূর্ণ হয়েছে লিওনেল মেসির অপূর্ণতার ভাণ্ডার। আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা ঘুচেছে। বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে পুরো আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষের দুই সপ্তাহ পরেও রয়ে গেছে রেশ। শুধু আর্জেন্টিনা নয়, পৃথিবীর গোলার্ধে আরও একটি দেশ আছে যারা এখন বিশ্বজয়ের ফ্যান্টাসিতে আছে। তারা মেসি-মার্টিনেজদের বাংলাদেশি ভক্ত। আকাশী-নীলদের প্রতি লাল-সবুজের এই ভালোবাসা ইন্টারনেটের কল্যাণে এখন আর অজানা নয় কারও। বাংলাদেশের মানুষকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টাইনরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে কৃতজ্ঞতা।

মেসিরা এখন জানেন তাদের জন্য উন্মাতাল একটি দেশ আছে, যারা আর্জেন্টিনার জন্য গলা ফাটান। এবার আনুষ্ঠানিকভাবে সেই সম্পর্ক আরেকটু গাঢ় হলো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া আনুষ্ঠানিক ধন্যবাদ দিতে আমন্ত্রণ জানান বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গাবার্দিকে। গাবার্দির মাধ্যমে বাংলাদেশের ভক্তদের আর্জেন্টিনা জাতীয় দল ও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ পৌঁছে দেন তাপিয়া।

Advertisements

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনের সূত্রমতে, বিশ্বকাপ চলাকালীন ঢাকাসহ সারা দেশে মেসিদের প্রতি বাঙালির ভালোবাসামাখা সমর্থনের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন এএফএ প্রধান ক্লদিও তাপিয়া। পুরো আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নিঃস্বার্থ সমর্থনের কথা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে বাংলাদেশে আনতে চান। আলোচনায় কনসাল লিয়ান্দ্রো গাবার্দি এএফএ প্রধানকে কাজী সালাউদ্দিনের ইচ্ছার কথাও জানান। তবে শেষ পর্যন্ত এই স্বপ্ন পূরণ হবে কি না সেটা সময় বলে দেবে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC