শাহ সুমন, বানিয়াচং থেকে: বর্নাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহিদ শেখ রাসেল এর ৬০ তম জন্মবার্ষিকী ও “শেখ রাসেল দিবস-২০২৩” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায়,
শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে দিবসের কর্মসূচি শুরু করা হয়।”শেখ রাসেল দ্বীপ্তিময়- নির্ভীক নির্মল দুর্জয়’স্লোগান নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় কর্মকর্তা সুদীপ কুমার দেব এর সঞ্চাচলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানু চন্দ চন্দ্র,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন খাঁন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী
উপস্থিত ছিলেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস, মৎস্য কর্মকর্তা বুরহান উদ্দিন,সহ বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। সে সময়ে রাসেল চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। বিপথগামী সেনাসদস্যরা শিশু রাসেলকেও গুলি করে হত্যা করে।
একই সঙ্গে আমরা এই দিবসে আমরা শপথ নেব শেখ রাসেলের মতো কোনো শিশুই যেন আর কখনও নির্মমতার শিকার না হয়। শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বেই যেন শিশুরা নিরাপদ থাকে।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেইনিং সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্ধোধন করা হয়।