করোনাভাইরাসের কারণে দীর্ঘ ২ মাস পর সারা দেশের মতো বরিশাল ২য় বৃহত্তম নদী-বন্দর থেকে অভ্যন্তরীণ রুটসহ রাজধানী ঢাকার সঙ্গে যাত্রীবাহী লঞ্চের চলাচল শুরু করেছে।
রোববার সকাল ৬টা থেকে বরিশাল বিভাগের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চের যাত্রী ও মালামাল নিয়ে চলাচল শুরু হয়েছে। এরপর থেকে নির্ধারিত রুটে নির্ধারিত সময়ে লঞ্চগুলো চলাচল করেছে।
সকালে অভ্যন্তরীণ রুট জেলার মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী ও পাশ্ববর্তী দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যায়। তবে প্রথম দিনে সকালে যাত্রীসংখ্যা ছিল খুবই কম। এ সময় যাত্রী সাধারণ স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে লঞ্চে আরোহী হয়েছেন যাত্রীরা। লঞ্চে প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে দেয়া হয়েছে হাতে।
যাত্রীরা বলছেন, নিজের স্বার্থে সবাইকে মানতেই হবে স্বাস্থ্যবিধি। আর লঞ্চ কর্তৃপক্ষ বলছে, সাধ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি রক্ষার চেষ্টা করা হয়েছে।
বরিশাল নদী-বন্দর উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, সব যাত্রীকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রীকে লঞ্চে উঠতে দেবে না বরিশাল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।