বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ চড়–ই ভাতি চায়নিজ রেস্তোরায় গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির কেন্দ্রীয় নেতা সৈয়দ জাহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলার শাখার সভাপতি ও রিপোর্টার্স ইফনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান, মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলার শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ কেএম সোয়েব জুয়েল, এশিয়ান টিভির প্রতিনিধি জি.এম. জসিম হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য মোঃ সুমন তালুকদার।