বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ইভটিজিং করার প্রতিবাদ কারায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই যুবক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে আটটায় শংকরপাশা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো ওই থানার ৫ নং পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে আব্দুল করিম হাওলাদার(২৫) ও দুলাল হাওলাদারের ছেলে ভাতিজা ইমরান হাওলাদার। এদের মধ্যে ইমরান হাওলাদার আশোকাঠিতে চিকিৎসাধীন রয়েছে এবং করিম হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের সূত্রে জানা যায়, গত রবিবার করিম হাওলাদারের মামাতো ভাই মারা যায়। সেখানে করিমের ভাতিজি মনিকা মৃত্যুর খবর শুনে চাচাকে দেখতে যায়। এ সময় ওই এলাকার বখাটে হাবিব মনিকাকে কুপ্রস্তাব ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব করে।
বিষয়টি করিমের ভাতিজা ইমরান হাওলাদারের নজরে আসলে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এনিয়ে ইমরান ও হাবিব এর মাঝে মধ্যে বিরাজমান ছিল। ঘটনার দিন বখাটে হাবিবের নেতৃত্বে কিশোর গ্যাং এর সদস্য পলাশ, সজীব, নাঈম, জসিমসহ অজ্ঞাত ৮/১০সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ইমরান হাওলাদারের উপরে হামলা চালায়। তারা ডাক-চিৎকার শুনে চাচা করিম হাওলাদার ছুটে আসলে তাকে কুপিয়ে পিটিয়ে জখম করে।
এ সময় তার সারা শরীল ও বাম চোখে প্রচন্ড রকম জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে করিম হাওলাদার এর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়।
বর্তমানে তিনি এ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান।