বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসারুল হক আনসার এর সঞ্চালনায় দুবাইয়ে একটি রেস্টুরেন্টের হল রুমে কাজী মোহাম্মদ নজরুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু , বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, প্রকৌশলী আবু হেনা চৌধুরী, ইউ এ ই. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার, চট্টগ্রাম উত্তর জেলা সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মিন্টু, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার আহমেদ, আব্দুর রশিদ, সারজা বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি খুরশেদ মোবারক বঙ্গবন্ধু পরিষদ পুজিরা পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম জাহিদ হাসান, ব্যাংকার নূর মোহাম্মদ, দুবাই আওয়ামী যুবলীগ সভাপতি মোস্তফা কামাল শিমুল সিআইপি, প্রবাসি জয় বাংলা পরিষদ সভাপতি শাহাজাহান চৌধুরী, কাজী ফিরোজ উদ্দিন, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ শারজা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ আলম, সবুজ হাসান, বক্তব্য রাখেন আমির হোসেন, হানিফ ভুটটু ,কাজী ফয়জুল ইসলাম করিম, নুরুল আমিন, মোহাম্মদ মোঃ অলিউল্লাহ, হাবিব আনসার, মোহাম্মদ মিজান, হাসান মুরাদ, জসিম উদ্দিন ভূঁইয়া, নাসির উদ্দিন খোকন, সালাউদ্দিন চৌধুরী, জসীম উদ্দীন, সাদেক চৌধুরী শুকান, সাইফুল করিম, এমদাদুল ইসলাম বাপ্পী, এহসানুল হক, মোঃ আনসার উদ্দিন, সাহেদুল আলম, জয় পাপ্পু ইসলাম, জাহাঙ্গীর আলম, শেখ মোহাম্মদ আরজু প্রমুখ নেতৃবৃন্দ এছাড়া ও বঙ্গবন্ধু পরিষদ দুবাই, সারজা, পুজিরা কেন্দ্রীয় কমিটি এবং আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাতের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট এর সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন তৈয়ব।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে এবং জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কুশলব ঘাতক খুনি মেজর জিয়া খন্দকার মুস্তাকের মরণোত্তর বিচারের দাবি জানান এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী হিসেবে তারেক জিয়ার বিচার দাবি করেন৷