মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে কর্মসূচি হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে (বছর ব্যাপী) বৃক্ষ রোপণ ও কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রঘুনাথপুর বাগ গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিজ উদ্যোগে বিভিন্ন প্রজাতির ৩০০টি গাছের চারা ও মাস্ক বিতরণ করেন বৃক্ষ প্রেমী দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান। ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতা মূলক কাজের অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করে দীর্ঘ দিন যাবত চলছে তার এই ব্যতিক্রমী কার্যক্রম।
যুবলীগ নেতা মুজিবুর রহমান সভাপতিত্ব ও জাহিদ হাসানের সঞ্চালনায় চারা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি -৭নং নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাজাহান আলী বলেন, আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে দেশকে রক্ষা করি। দেশের পরিবেশকে রক্ষা করি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। এই গাছ বিক্রির টাকাও আপনাদের সংসারের উপযোগী হবে। তাই গাছ লাগিয়ে নিজেরা লাভবান হই। এবং কোরান শরীফ বাবদ তিনি নগত ৫ হাজার টাকা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে দেশ সেরা উদ্ভাবক মিজানুর বলেন ,সকলের সার্বিক সহযোগিতা পেলে আজীবন এমন কার্যক্রম চালিয়ে প্রচুর পরিমাণ সবুজ বৃক্ষরোপণ এবং চারা বিতরণের মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের রোল মডেল হিসেবে তুলে ধরতে চান দেশ সেরা উদ্ভাবক এই পরিবেশ প্রেমী মিজানুর রহমান। তাই তিনি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও সকল শিক্ষার্থীর মধ্যে সবুজ গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার জন্য সরকারসহ সকল মহলের নিকট উদাত্ত আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক আলমগীর হোসেন,তরুন সমাজ সেবক উজ্জল হোসেন, নজরুল ইসলাম, বিশিষ্ট ফুল ব্যবসায়ী কামাল হোসেন, যুবলীগ নেতা লুকমান হোসেন, ইয়াকুব ভূইঁয়া আইডিয়াল স্কুলের শিক্ষক হাসানুজ্জামান হাসান, আওয়ামিলীগ নেতা ইউছুপ গাজী, আক্কাস হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, আবুল ইসলাম প্রমুখ।