নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী দিবস উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বাংলাদেশের পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে অভ্যন্তরীণ রুটে ১৭% মূল্য ছাড়ের বিশেষ সুবিধা দেয়া হয়েছে এবং মার্চ-এপ্রিল পুরো দুই মাস জুড়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটে ১০% মূল্যছাড় চলছে। অভ্যন্তরীণ রুটের সুযোগ পেতে প্রোমো কোড MUJIB100 এবং আন্তর্জাতিক রুটের সুযোগ পেতে IND2021 ব্যবহার করতে হবে।
বিস্তারিত তথ্য www.biman-airlines.com অথবা বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এ পাওয়া যাবে।
Drop your comments: