পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টায় শহরের ইয়াকুবিয়া মোড়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১০ জন পুলিশ সহ বিএনপির কয়েকজন গুরুতর আহত হয়।
এদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বগুড়ার বনানী থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে পদযাত্রা নিয়ে শহরের দিকে আসেন নেতাকর্মীরা। ইয়াকুবিয়ার মোড়ে পৌঁছালে পদযাত্রার পেছনে থাকা নেতাকর্মীরা সরাসরি সাতমাথার দিকে যেতে চান। এতে পুলিশ বাধা দিলে তাদের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল, লাঠি নিক্ষেপ করে। পুলিশও পাল্টা টিয়ারশেল ছোড়ে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান, বিএনপির নেতাকর্মীদের ইয়াকুবিয়ার মোড় থেকে সরাসরি সাতমাথায় যাওয়ার অনুমতি ছিল না। তারা যেতে চাইলে আমরা এতে বাধা দেই। এ সময় তারা আমাদের ওপর লাঠি, ইটপাটকেল নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। পরে আমরা টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেই।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করতে এসে পুলিশ সুপার সুদীপ কুমার জানান, আমরা রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে না। আজকে বিএনপি ও আওয়ামী লীগের দুই দলেরই কর্মসূচি ছিলো। আমরা দুই পক্ষেকে ডেকে আমরা নিদিষ্ট রুট করে দিয়েছি, পুলিশের ব্রিগেড থাকবে এটা তারা জানতো, তারপরেও তারা আমাদের ওপর যে নির্দয়ভাবে হামলা করা হলো এটা আমাদের ধারনার বাহিরে ছিলো। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।