June 8, 2023, 11:29 pm
সর্বশেষ:
ঠাকুরগাঁয়ে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি বিএনপি নেতা সালাউদ্দিন যেকোনো সময় দেশে ফিরতে পারেন আলফাডাঙ্গায় রেস্টুরেন্ট “কিচেন-24”এর শুভ উদ্বোধন মৌলভীবাজারে জেলা বিএনপির বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান পাবনায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ১০ বাগেরহাটে সিআইডি পুলিশের অভিযানে দুই অনলাইন জুয়ারী গ্রেপ্তার বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ, ৪টি হাত বোমা ও ৪টি ককটেল উদ্ধার, আটক ১ ‘আমি আট কেন্দ্রে ভোট ডাকাতি করেছি বলে আপনি উপজেলা চেয়ারম্যান’ মামলা চলা অবস্থায় বিদ্যালয়ের নিয়োগ সময়সূচি ঘোষণা

ফোন করলেই মিলবে প্রবাসী সহায়তা সেলের সেবা

  • Last update: Saturday, May 27, 2023

মঈন নাসের খাঁন, কুমিল্লা জেলা প্রতিনিধি: প্রবাসীদের পরিবারকে আইনগত সমস্যার সমাধান দিতে কুমিল্লা পুলিশের ‘প্রবাসী সহায়তা সেল’ কাজ শুরু করেছে।

শনিবার(২৮ মে) দুপুরে জেলা পুলিশ কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান।

Advertisements

পরে জেলা পুলিশ কার্যালয় জনসাধারণের কল্যাণে প্রবাসী কল্যাণ সেল, নারী ও শিশু সেল ও সাংবাদিকদের যে কোন তথ্য জন্য মিড়িয়া সেল উদ্ধোধন করেন।

পুলিশ সুপার জানান, প্রবাসীদের সমস্যার সমাধানে কাজ করতে ২৪ ঘন্টা কল সেন্টার চালু করা হয়েছে ।কুমিল্লা যেহেতু দেশের প্রধান একটি প্রবাসী এলাকা। তাই প্রবাসীর পরিবারের সদস্য ও স্বজনদের সহায়তা দিতে কুমিল্লা জেলা পুলিশের ‘প্রবাসী সহায়তা সেল’কাজ শুরু করেছে।

বিদেশে অবস্থানরত জেলার যে কোনও ব্যক্তি বা কুমিল্লায় অবস্থানরত প্রবাসী পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ‘প্রবাসী সহায়তা সেল’-এর মোবাইল নম্বর ০১৭৭৪৩৩৩৪০৪ ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এছাড়া দুনীর্তি বন্ধ করতে পুলিশ ক্লিয়ারেন্স / পাসপোর্ট ভেরিফিকেশন জন্য পুসংক্রান্ত আলাদা হেল্প চালু(০১৩২০১১৩৯৩১) করেছে জেলা পুলিশ। পাশাপাশি শিশু ও নারীদের আইনী সেবা দিতে গঠন করা হয়েছে নারী ও শিশু সেল।

সবগুলো সেলের সার্বিক কাজের নির্দেশনা দিচ্ছেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান । এছাড়া সেলের ফোকাল পরাসন হিসেবে কাজ করছেন অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম ও অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আফজাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম ও অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জনাব রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মতিউল ইসলাম,জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।

একজন পুলিশ পরিদর্শক, একজন এসআই ও তিন জন কনস্টেবলের সমন্বয়ে জেলা পুলিশের এ সহায়তা সেল কাজ করছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC