সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে অভি দাস রনি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে রাজধানী ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রনির বাবা জহর লাল দাসকে (৫৫) হেফাজতে নেয় সরাইল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা জহর লাল দাসের ছেলে রনি অন্য একজনের দেওয়া ফেসবুক পোস্টে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। শুক্রবার বিকালের পর রনির করা মন্তব্যটি স্থানীয় কয়েকজনের নজরে আসে। এরপর রনির শাস্তির দাবিতে রাতেই স্থানীয়রা অরুয়াইল বাজারে বিক্ষোভ করেন।
বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রনির বাবা জহর লাল দাসকে রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জেলা পুলিশের একটি টিম শনিবার ভোরে ঢাকা থেকে রনিকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ আনিছুর রহমান যুগান্তরকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে।