প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া আপত্তিকর একটি স্ট্যাটাস নড়াইলের কালিয়ায় ভাইরাল হয়েছে। ওই ঘটনায় উপজেলার নড়াগাতি থানা পুলিশ মো. বরকত মোল্যা (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে।
মো. বরকত মোল্যা উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো.নূর মিয়া মোল্যার ছেলে। নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুরসালিন খন্দকার বাদী হয়ে শনিবার রাতে নড়াগাতি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়,‘বরকত আর্ট’ নামের একটি ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয়া হয়। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি ভাইরাল হয়। ‘বরকত আর্ট’-এর ভেরিফাইড পেজে বিভ্রান্তি ও অপপ্রচারমূলক পোস্টের মাধ্যমে সরকারি ভাবমূর্তি ক্ষুণ্ন ও জনগণের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টার অভিযোগে শনিবার রাতে মামলা করেন ছাত্রলীগ নেতা মুরসালিন। ওই মামলায় পুলিশ শনিবার বিকাল ৪টার দিকে কলাবাড়িয়া বাজার থেকে বরকতকে আটক করে। রোববার তাকে আদালতে পাঠানো হয়।
উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন যুগান্তরকে বলেন, ফেসবুকে অপপ্রচার ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টার অভিযোগে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামির সহযোগীদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।