ফেনীর ছাগলনাইয়ায় গোলাম কিবরিয়া খোকন (৪৫) নামে এক প্রবাসীকে অপহরণ করা হয়েছে। অপহৃত ওই প্রবাসীর বাড়ি উপজেলার দক্ষিণ কুহুমা গ্রামে। তিনি আব্বাস আলি হাজিবাড়ির সফিকুর রহমানের ছেলে।
পরিবার জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ছাগলনাইয়া শহরের বাসা থেকে বাজারের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি খোকন। এ ঘটনায় ওই রাতেই খোকনের স্ত্রী রেহানা আক্তার মুক্তা থানায় জিডি করেন।
বর্তমানে স্ত্রীসহ দুই ছেলে-মেয়ে নিয়ে শহরের সুবেদারি এলাকার জামাল ভুঁইয়া ভবনের ষষ্ঠ তলায় থাকেন। তিন মাস আগে তিনি পর্তুগাল থেকে দেশে ফেরেন এবং আগামী মাসে চলে যাওয়ার কথা ছিল।
খোকনের ছেলে মিনহাজ আহমেদ মাহিম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সদাই করার জন্য বাজারের উদ্দেশে বাসা থেকে বের হন তার বাবা। সকাল সাড়ে ৯টার দিকে ফোন করে জানান, তিনি সদাই নিয়ে বাসায় ফিরছেন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার বাবার সন্ধান পাননি। রাতে থানায় জিডি করেন তার মা।
মাহিম আরও জানান, শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে তার বাবার নাম্বার থেকে কেউ একজন ফোন করে মুক্তিপণ দাবি করেন। ফোনের ওই প্রান্ত থেকে বলা হয়, খোকন তাদের হেফাজতে রয়েছেন। তাকে ফিরে পেতে হলে দ্রুত ২৫ হাজার টাকা নগদ নাম্বারে পাঠাতে হবে। টাকা দিলে ১০ মিনিটের মধ্যেই তার বাবাকে মুক্তি দেবে। এরপর ২৫ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর থেকেই নাম্বারটি বন্ধ হয়ে যায়।
গোলাম কিবরিয়া খোকনের স্ত্রী রেহানা আক্তার মুক্তা জানান, তার স্বামীর সঙ্গে কারো কোনো বিরোধ নেই। তিনি দ্রুত স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম বলেন, প্রবাসীকে উদ্ধারে তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।